শেয়ারদরের পাশাপাশি লেনদেন কমেছে

৩০ জুন ২০২২

বুধবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর হ্রাসের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৭ দশমিক ৮৭ ও ডিএস৩০ সূচক দশমিক ৫৯ পয়েন্ট বাড়লেও ডিএসইএস সূচক দশমিক ২৪ পয়েন্ট হ্রাস পেয়েছে। ডিএসইএক্স ৬ হাজার ৩৫০ দশমিক ৪৬, ডিএসইএস এক হাজার ৩৮৫ দশমিক ৪০  আর ডিএস৩০ সূচক ২ হাজার ২৯৫ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন বেড়েছে ১৮৯ কোটি ৮৬ লাখ টাকা, দাঁড়ায় ৫ লাখ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকায়। লেনদেন হয় ৮০৫ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা। লেনদেন কমেছে ১৩ কোটি ১২ লাখ টাকা।

শেয়ার লেনদেন হওয়া ৩৮১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, বিপরীতে কমেছে ১৭২টির এবং ৫২টির অপরিবর্তিত থাকে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  শীর্ষে থাকে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।  আর ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে থাকে মেঘনা ইন্স্যুরেন্স।

এমকে


মন্তব্য
জেলার খবর