নতুন অর্থবছরের বাজেট পাস হচ্ছে আজ

৩০ জুন ২০২২

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ জুন। একাদশ জাতীয় সংসদে চলমান অষ্টাদশ অধিবেশনে কণ্ঠভোটে পাস হওয়ার কথা রয়েছে এ বাজেট। অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তার আগে বুধবার (২৯ জুন) অর্থ বিল-২০২২ কণ্ঠভোটে পাস হয় সংসদে। এদিকে শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর (২০২২-২৩)। পাসের পরদিন থেকেই এ বাজেট কার্যকর হবে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধারা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। পাসের জন্য গত ৯ জুন এ বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়।

এদিকে অর্থ বিল পাসের আগে অর্থ বিলের ওপর আনীত সংসদ সদস্যদের প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে ১৭টি কণ্ঠভোটে গৃহীত হয়েছে, বাকিগুলো নাকচ হয়। আর অর্থ বিল-২০২২ জনমত যাচাইয়ের প্রস্তাবগুলোও কণ্ঠভোটে নাকচ হয়। আয়কর, ভ্যাট এবং বিদেশে পাচার করা অর্থ-সম্পদ ফেরত আনার ক্ষেত্রে প্রস্তাবিত সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে অর্থ বিলে।  

এমকে

 


মন্তব্য
জেলার খবর