নদ-নদীতে ফের বাড়ছে পানি

৩০ জুন ২০২২

উজানে ভারী বৃষ্টির পাশাপাশি দেশেও বৃষ্টি বেড়েছে। এতে সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের প্রায় সব নদ-নদীর পানি ফের বাড়তে শুরু করেছে । ৭ জেলার ৯ নদীর ১০ পয়েন্টের পানি এখন বিপৎসীমার ওপরে বয়ে যাচ্ছে। ৪/৫ দিন পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত জেলার মানুষরা এখন আবার নতুনভাবে ভোগান্তির মুখে পড়তে যাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টি হলে  দেশের উত্তরাঞ্চলের তিস্তা, আত্রাই, ধরলা, দুধকুমার, করতোয়া, টাঙ্গন, পুনর্ভবা ও কুলিখ নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রাম ও দিনাজপুর এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১৮৫ মিলিমিটার, সুনামগঞ্জে। আর ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, ১২১ মিলিমিটার।

এমকে


মন্তব্য
জেলার খবর