নতুন অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা

৩০ জুন ২০২২

আগের অর্থবছরে চেয়ে সংকোচনমুখী করে নতুন (২০২২-২০২৩) অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবার বেসরকারি খাতে ১৪ দশমিক ১০ শতাংশ ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে। আগের অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে বাংলাদেশ ব্যাংকের  কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রক্ষেপণের মধ্যে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য রাখা হয়েছে ১৩ শতাংশ ৬০ শতাংশ। চলতি জুন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১০ শতাংশ। নতুন মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৩৬ দশমিক ৩ শতাংশ ঋণ গ্রহণের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। আর ১৮ দশমিক ২০ শতাংশ ধরা হয়েছে মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি। গত অর্থবছরের মতো নতুন অর্থবছরে ব্যাংকিং খাতের নিট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি কিছুটা ঋণাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রবৃদ্ধির মাধ্যমে সরকারি খাতে ৩৯ দশমিক ৪ শতাংশ এবং বেসরকারি খাতে ১৪ দশমিক ১ শতাংশ ঋণ বৃদ্ধিসহ মোট ১৮ দশমিক ২ শতাংশ অভ্যন্তরীণ ঋণ বাড়বে বলে প্রক্ষেপণ করা হয়েছে। তাছাড়া গত অর্থবছরে জনশক্তি রফতানি বৃদ্ধি পাওয়ায় নতুন অর্থবছরে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে  মুদ্রানীতি প্রণয়ন  কেন্দ্রীয় ব্যাংক।

এমকে


মন্তব্য
জেলার খবর