ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে আব্দুল মালেক (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ তার ছেলের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের পেটের যন্ত্রণা সইতে না পেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বৃদ্ধকে চা-নাস্তা দিতে যান তার পুত্রবধূ। এ সময় কক্ষের জানালার সঙ্গে বৃদ্ধকে ঝুলতে দেখে চিৎকার দেন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
ছেলের বাড়ির দোতালার একটি কক্ষে থাকতেন আব্দুল মালেক। তিনি দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। বুধবার রাতে তাকে খাবার ও ওষুধ খাইয়ে কক্ষে রেখে সবাই ঘুমিয়ে পড়েন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে