মন্তব্য
দেশে বন্যা কবলিত জেলায় বন্যার কারণে ৯২ জনের মৃত্যু হয়েছে। গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে কেবল সিলেটেই মারা গেছেন ৫৫ জন। বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়, মৃত্যুর পাশাপাশি বন্যার কারণে নানা রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫২ জন।
স্বাস্থ্য অধিদফতর জেলা অনুযায়ী মৃত্যুর হিসাব দিয়েছে, তাতে দেখা যায়- সিলেট ১৮ জন, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ৫, মৌলভীবাজারে ৫, টাঙ্গাইলে ১, ময়মনসিংহে ৫, নেত্রকোনায় ১০, জামালপুরে ৯, শেরপুরে ৭, কুড়িগ্রামে ৩ এবং লালমনিরহাটে ১ জন রয়েছেন।
এমকে