ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোনায়েম (৮) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার(৩০জুন) রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোনায়েম ওই এলাকার সিরাজ মিস্ত্রি বাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল।
মোনায়েমের পরিবার জানায়, বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরে মোনায়েম। এরপর বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। পরে এক ছেলে বাড়ি এসে খবর দেয়- মোনায়েম পানিতে ডুবে গেছে। তারা আরো জানান, সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন দ্রুত ছুটে যায় পুকুরের দিকে। সেখানে মোনায়েমকে পানিতে ভাসতে দেখেন তারা। স্বজনেরা তাকে লালমোহন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে