কলেজছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

০১ জুলাই ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ ও যৌন হয়রানি করার অভিযোগে সুমন হাসান (২১) নামের এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন হাসান (২১) ওই এলাকার মো. বাবলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ৩০ জুন দুপুরের দিকে ওই ছাত্রী তার বাড়ির মাঝে বাথরুমে (চালাবিহীন) গোসল করছিলো। এ সময় সুমন গাছে চড়ে তার গোসলের দৃশ্য দেখে, ও ভিডিও ধারণের মাধ্যমে যৌন হয়রানি করে। বিষয়টি নিয়ে রাতে স্থানীয়রা একটি বৈঠক করে। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর