নিষিদ্ধকালে যাত্রীবাহী বাসে যাচ্ছিল চার ঝুড়ি সামুদ্রিক মাছ

০১ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ইলিশসহ নব প্রজাতির মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধকালে ভোলায় একটি যাত্রীবাহী বাস থেকে চার ঝুড়ি সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্যবিভাগ। শুক্রবার (১ জুলাই) সকালে বাংলাবাজার এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের মধ্যে সামুদ্রিক কই, সুরমা ও মাইট্রাসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

ভোলার দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ঝুড়ি সামুদ্রিক মাছ জব্দ করেছে তারা। এসব মাছ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ বলে জানান এ মৎস্য কর্মকর্তা।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর