পরিবেশের জন্য চরম ক্ষতিকর প্লাস্টিক। বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এবার ১৯ ধরনের প্লাস্টিকের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। নিষিদ্ধ ঘোষিত পণ্যের মধ্যে আছে প্লাস্টিকের কাপ, স্ট্র ও আইস ক্রিমের লাঠি।
শুক্রবার এ পণ্যগুলোর উৎপাদন, আমদানি, মজুদ, বিতরণ অথবা বিক্রি করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভারত সরকার জানিয়েছে- সেসব পণ্যই নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর বিকল্প খুব সহজেই পাওয়া যায়, যেমন বাঁশের চামচ ও কাঠের তৈরি আইসক্রিমের লাঠি। এছাড়া আরও অনেক প্লাস্টিকের পণ্য এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। যেমন: প্লাস্টিকের ব্যাগ, পানি ও সফট ড্রিংকসের বোতল ও চিপসের প্যাকেট। তবে কেন্দ্রীয় সরকার এসব পণ্যের উৎপাদকদের জন্য পুনচক্রীকরণ অথবা ব্যবহারের পর বর্জনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।