ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

০২ জুলাই ২০২২

নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের পর থেকেই টানা দরপতন দেখা দেয় দেশের পুঁজিবাজারে। গেল সপ্তাহের আগের দুই সপ্তাহেও টানা দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমে যায় ৮ হাজার ৫৬৫ কোটি টাকা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৬৫ কোটি টাকা, দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৭৮১ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষে বাজার মূলধনের পরিমাণ ছিল ৫ লাখ ১৪ হাজার ৩১৬ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সূচক। ফলে বেড়েছে বাজার মূলধনও। শেয়ার লেনদেনে অংশ নেওয়া মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৬৫টির, বিপরীতে কমেছে ৯৪টির আর অপরিবর্তিত থাকে ৩১টির। সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ৪৯ দশমিক ২৯ পয়েন্ট, ডিএসই শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। তবে আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও কমেছে ডিএসই-৩০ সূচক, ৩ দশমিক শূন্য ১ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেনের অঙ্ক দাঁড়িয়েছে মোট ৩ হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮২২ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৩৫ কোটি ২৪ লাখ টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর, ১৫৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর