কোরবানির পশুর বৈধ হাটে বিনামূল্যে পশুস্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। এতে অসুস্থ ও রোগবালাইয়ে আক্রান্ত পশু বিক্রি করার সুযোগ থাকবে না। নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ব্যবস্থা থাকবে। শুক্রবার (১ জুলাই) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পদ্মা সেতুর সম্ভাবনা: দেশীয় পশুতে কোরবানি, খামারিদের সমস্যা ও করণীয় শীর্ষক এ সেমিনার করে।
মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পদ্মা সেতু নির্মাণে আসন্ন কোরবানিতে যে সুযোগটা পাওয়া যাচ্ছে, সেই সুযোগটা অর্থনীতির, খামারিদের, উদ্যোক্তাদের সুযোগ। তিনি বলেন, যিনি হাটে পশু নিয়ে আসবেন, তিনি কোথায় বিক্রি করবেন- সেটা তার ইচ্ছে। তাকে কেউ ফোর্স করতে পারবে না- এমন রুলস করে দেওয়অ হয়েছে। বাড়িতে বিক্রি করলে হাসিল তো দিতেই হবে না। এমনকি রাস্তায় বিক্রি করলেও যারা ইজারাদার, তাদেরও সেই টাকাটা দিতে হবে না।
সেমিনারে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্টস ফোরামের সভাপতি এম. এ. জলিল মুন্না রায়হান প্রমুখ।
এমকে