নূপুর শর্মার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: ভারতীয় সুপ্রিম কোর্ট

০২ জুলাই ২০২২

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার কঠোর সমালোচনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট (এসসি)। নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অশালীন মন্তব্য করায় ভারতসহ সারাবিশ্বে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। সুপ্রিম কোর্ট বলেছে, ‘যেভাবে তিনি সারাদেশে আবেগ উসকে দিয়েছেন, দেশে যা ঘটছে তার জন্য ইনি এককভাবে দায়ী। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

 

শুক্রবার ভারতে তার বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদনের শুনানি কালে সুপ্রিম কোর্ট এসব কথা বলেন।

 

আবেদনের শুনানি কালে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিতর্কে কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক।’

 

সুপ্রিম কোর্ট বলেছে, তার মন্তব্যে তার ‘একগুঁয়ে ও উদ্ধত চরিত্র’ প্রকাশ পেয়েছে এবং তার ‘লাগামহীন বক্তব্য সমগ্র দেশে আগুন ধরিয়ে দিয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের দূর্ভাগ্যজনক ঘটনাও শর্মার বিরূপ মন্তব্যের জের। মঙ্গলবার সেখানে দুই যুবক এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে।’

 

গত মাসের শুরুর দিকে একটি টিভি অনুষ্ঠানে বিতর্কের সময় নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য ভারত এবং কাতার, সৌদি আরব, কুয়েত, ইরানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং নবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে নূপুর শর্মার মন্তব্যের জন্য তাদের প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে।

 

পরে, ক্ষমতাসীন বিজেপি হাইকমান্ড তার বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করে। দল দিল্লি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে।


মন্তব্য
জেলার খবর