এবার কাশ্মীরে জি-২০ বৈঠক নিয়ে চীনের আপত্তি

০২ জুলাই ২০২২

আগামী বছর জি-২০’র অন্তর্গত রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। আয়োজক নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত, বিশ্বের অন্যতম বৃহৎ এ আন্তর্জাতিক গোষ্ঠীর শীর্ষ বৈঠক হবে কাশ্মীরে। শুরুতে আপত্তি ছিল পাকিস্তানের। এবার সে দলে যোগহ লো চীনও। কূটনৈতিক সূত্রের মতে, চিনের সরকার ভারতের উপর বিষয়টি নিয়ে চাপ তৈরি করলেও এখনও পর্যন্ত সাউথ ব্লক কাশ্মীরেই অনড়।

 

চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেছেন, “কাশ্মীর নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি ধারাবাহিকভাবে একই রয়েছে এবং তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বারবার। এটা ভারত ও পাকিস্তানের পুরনো সমস্যা। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব ও দ্বিপাক্ষিক চুক্তিগুলির সাপেক্ষে এর সমাধান হওয়া প্রয়োজন।” তার কথায়, “সংশ্লিষ্ট দুই পক্ষেরই উচিত একতরফা কোনো সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে জটিল না করে তোলা। আমাদের উচিত আলোচনা এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্যের নিরসন করা। একত্রে শান্তি ও সুস্থিতি বহাল রাখা।”

 

কাশ্মীরের জি-২০ সম্মেলনে কি তাহলে চীন অংশ নেবে না?- এমন  প্রশ্নের উত্তর এড়িয়ে যান চীনা মুখপাত্র। তিনি বলেছেন, “আমরা বৈঠকে অংশ নেব কি নেব না, সে বিষয়ে ভেবে দেখা হবে।” অর্থাৎ সব রকম সম্ভাবনা জিইয়ে রেখেই ভারতের উপরে চাপ তৈরির চেষ্টা বজায় রাখল বেজিং। তাৎপর্যপূর্ণভাবে ঝাও বলেছেন, “সংশ্লিষ্ট সমস্ত রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অর্থনীতির পুনরুদ্ধারে মন দিতে। বিষয়গুলি নিয়ে রাজনীতি না করতে। তাহলে আন্তর্জাতিক অর্থনীতিকে চাঙ্গা করা যাবে।”


মন্তব্য
জেলার খবর