পূজা চেরিকেই বাছলেন শাকিব

০২ জুলাই ২০২২

দীর্ঘ সময় ধরে ঢাকাই সিনেমা দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। সিমেনায় অভিনয়ের পাশাপাশি বেশ কিছূ সিনেমা পরিচালনাও করেছেন। এবার ‘মায়া’ নামে নতুন একটি সিনেমার কাজ করতে যাচ্ছেন তিনি। আর এতে শাকিবের নায়িকা হিসেবে থাকবেন পূজা চেরি।

 

২০২১-২২ অর্থবছরে এ সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদানও নিয়েছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিব খান নিজেই এ ‍তথ্য নিশ্চিত করেছেন।

 

শাকিব খান বলেছেন, “‘মায়া’ আমার স্বপ্নের একটি প্রজেক্ট। বছর শেষে সিনেমাটির শুটের পরিকল্পনা আছে; এ সিনেমায় আমার নায়িকা হচ্ছে পূজা। আশ্বস্ত করতে পারি এ সিনেমা মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে। এর বেশি বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না।”

 

২০১৪ সালে শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ শুরু করেন। তার প্রযোজিত সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’। সম্প্রতি ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছে এসকে ফিল্মস।


মন্তব্য
জেলার খবর