২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন মীর

০২ জুলাই ২০২২

ওপার বাংলার জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা ও রেডিও জকি মীর আফসার আলী। সাতাশ বছর ধরে রেডিও মিরচিতে কাজ করছেন। তবে এবার সরে দাঁড়ানোর সময় হয়েছে জানালেন মীর। ধন্যবাদ বলে বিদায় জানালেন রেডিও মিরচিকে।

 

শুক্রবার ইন্টারনেটে আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করে মীর জানিয়ে দিয়েছেন, রেডিও মিরচিতে আর তার কণ্ঠ শোনা যাবে না। সে পোস্টে মীর শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘মিরচি ছেড়েছি। রেডিও নয়।’

 

১৯৯৪ সালের ৬ আগস্ট এ রেডিও চ্যানেলে যোগ দিয়েছিলেন মীর আফসার আলি। রেডিওর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন সঞ্চালক, অভিনেতা ও গায়ক হিসেবে।


মন্তব্য
জেলার খবর