ট্রেনের টিকিট সবাই পাবেন না: রেলমন্ত্রী

০২ জুলাই ২০২২

টিকিটের সংখ্যার তুলনায় যাত্রী অনেক বেশি হওয়ায় (ঈদে) ট্রেনের টিকিট সবাই পাবেন না, দেওয়াও সম্ভব নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেছেন, যমুনায় বঙ্গবন্ধু রেলসেতু এবং পদ্মাসেতুতে রেল চলাচল শুরু হলে ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে। তখন আসন সংখ্যাও বাড়বে। শনিবার (২ জুলাই) রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রীদের উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে এ কথা বলেন। চীন থেকে আমদানির ৫০টি ট্রলি রেলকে হস্তান্তর করে বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক।

রেলমন্ত্রী বলেন,  ঈদুল ফিতরে সময় অনলাইনে টিকিট সংগ্রহ নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও এবার  এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এরপরও অনলাইন টিকিটে ফাঁক-ফোকর পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন থাকছে। জয়দেবপুর থেকে তাদের জন্য ওই ট্রেনের টিকিট পাওয়া যাবে। ডুয়েলগেজ ৬০টি বগি আসছে। আরও ১০০টি পাইপলাইনে আছে।

এমকে


মন্তব্য
জেলার খবর