শিগগিরি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে: আমান

০২ জুলাই ২০২২

ঢাকা তথা বাংলাদেশে শিগগিরই আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এ গণঅভ্যুত্থান হবে। এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নিশিরাতের আওয়ামী সরকারের পতন হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। এরপর নির্বাচন হবে। শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাভুক্ত বেশ কয়েকটি ওয়ার্ডে বিএনপির সম্মেলনে এসব কথা বলেন।

আমান আরো বলেন, জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বিএনপিই আগামীতে সরকার গঠন করবে। বানভাসি মানুষের ভোগান্তি প্রসঙ্গে বিএনপির এ নেতা জানান, বন্যাকবলিত এলাকায় খাবারের জন্য হাহাকার চলছে। অথচ আওয়ামী লীগ সরকার বানভাসি মানুষের দিকে নজর দিচ্ছে না, সরকার থেকে আশানুরূপ ত্রাণও যাচ্ছে না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর