আইনের বৈধতা দিয়েও পাচার হওয়া সব টাকা দেশে ফেরত আনা সম্ভব নয় বলেই মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কারণ হিসেবে তার মনে হয়েছে, চুরি করা টাকা ফেরানোর জন্য পাচার করেনি পাচারকারীরা। তাই এ বৈধতায় পাচার হওয়া অর্থের খুব সামান্যই দেশে ফেরত আনা সম্ভব। শনিবার (২ জুলাই) রাজধানী ঢাকার এফডিসি অডিটোরিয়ামে নতুন অর্থবছরের বাজেট নিয়ে ছায়া সংসদে এমন মন্তব্য করেন।
পাচারের অর্থ ফিরিয়ে আনা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে মন্দের ভালো হিসেবে দেখছেন পরিকল্পনামন্ত্রী। এ প্রসঙ্গে বলেছেন, এবারের বাজেটে আইনগতভাবে বৈধতা দেওয়া হলেও সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। যেসব দেশে টাকা পাচার হয়, সেসব দেশের সরকার অর্থের বৈধতা যাচাই না করেই বিনিয়োগের সুযোগ দেয়। এ ক্ষেত্রে দেশে কিছু টাকা ফেরত এলে অসুবিধা কোথায়? বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য সরকার কাজ করছে না বলেও জানান মন্ত্রী।
এমকে