বন্যায় মৃত্যু ৯৫

০২ জুলাই ২০২২

দেশের বন্যা কবলিত জেলায় বন্যার কারণে মোট ৯৫ জন মারা গেছেন। ১৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) বন্যায় মোট ৯২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

বিবৃতি জানানো হয়েছে, কেবল সিলেট বিভাগেই মারা গেছেন ৫৬ জন। এরপর বেশি প্রাণহানি ঘটেছে ময়মনসিংহ বিভাগে, ৩৩ জন। বন্যার কারণে বিভিন্ন রোগে ১০ হাজার ৭৭৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৯৬৩ জনই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বন্যায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রাণহানি ঘটেছে।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর