শিক্ষক হত্যা-লাঞ্ছিত: প্রতিবাদে ভোলায় সমাবেশ ও মানববন্ধন

০২ জুলাই ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত এবং সারাদেশে বিভিন্ন অজুহাতে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ভোলায় শিক্ষক ও শিক্ষার্থীরা সমাবেশ ও মানববন্ধন করেছেন। শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার অয়োজনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি তৈরির কারিগর। শিক্ষকরা বাবা-মায়ের সমতুল্য। ভবিষ্যতে যেন আর কোনো দুষ্কৃতিকারী শিক্ষকদের গায়ে হাত দেওয়ার সাহস না পায়, সে জন্য শিক্ষককে পিটিয়ে হত্যা ও লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর