ভোলায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

০২ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় নিজের ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় শিরিন আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিরিন আক্তার ওই এলাকার মো. হাবিবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে শিরিন আক্তারের সম্পর্ক টানাপোড়েন ছিল।  শনিবার দুপুরের দিকে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে  ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, শ্বশুর বাড়ির লোকজনের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন,  লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর