বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান

০৩ জুলাই ২০২২

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় দেখা যাবে বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানকে। ২০১৮ সালে জিরো ছবি মুক্তির পর আর দেখা যায়নি তাকে। পরিচালক হিসেবে আর মাধবনের ডেবিউ ছবি ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে কেমিও করেছেন শাহরুখ। রকেট বিজ্ঞানী নামবি নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন মাধবন। তামিল, হিন্দি ও ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি।

 

ছবিটিতে শাহরুখ একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছবির রকেট বিজ্ঞানী নামবির সাক্ষাৎকার নিয়েছেন। ভক্তদের দাবি ‘রকেট্রি’তে শাহরুখের চরিত্র ছোট হলেও, তিনি নজর কেড়েছেন।

 

রকেট্রি-তে শাহরুখ খানের লুকের সঙ্গে মিল রয়েছে ‘চাক দে’-র ‘কবীর খান’-এর লুকের। শাহরুখের এ চরিত্রটাও দর্শকদের খুব কাছের। এক ভক্ত টুইট করেছেন, ‘মনে হচ্ছে এত বছর পর ফের কবীরকেই দেখছি’। অনেকে মনে করছেন ‘পাঠান’ লুকের সঙ্গে মিল রয়েছে শাহরুখের এ চরিত্রটার, যা দেখে বোঝাই যাচ্ছে ‘পাঠান’ ছবির শ্যুট করার সময়তেই ‘রকেট্রি’র শ্যুট করেছেন তিনি।

 

 

সূত্র : হিন্দুস্তান টাইমস।


মন্তব্য
জেলার খবর