নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ স্কাউটস

০৩ জুলাই ২০২২

বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২২।

 

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ১

যোগ্যতা: ন্যূনতম বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: হিসাবরক্ষণ কাজে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

 

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

 

যেভাবে আবেদন:

প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।

 

আবেদন ফি:

প্রতি পদের জন্য ৩০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ‘বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন শিরোনামে’ জনতা ব্যাংক লিমিটেড, কাকরাইল শাখা, ঢাকা-এর অনুকূলে জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট/পে অর্ডার আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন, ৫৪ ইনার সার্কুলার রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।


মন্তব্য
জেলার খবর