বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বললে তার নামই প্রথমে উঠে আসে। তিনি ঐশ্বর্য রাই বচ্চন। তখন তার সাফল্য মধ্য গগণে, ঠিক সেই সময়ই বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ১৫ বছর হলো সংসার পেতেছেন তারা। ফুটফুটে এক কন্যা সন্তানও রয়েছে।
নায়িকার থেকে দু’বছরের ছোট অভিষেক। ‘ধুম-২’ ছবির শ্যুটিং করতে গিয়েই বন্ধুত্ব। এরপর রূপ নেয় প্রেমে। কিন্তু নিজের থেকে বয়সে ছোট কারও প্রেমে কোনো দিন পড়েছিলেন অভিনেত্রী? মুম্বইয়ের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেন, “যদিও আমার স্বামী আমার থেকে ছোট, কিন্তু কম বয়সি কারো প্রতি ভালো লাগা তৈরি হয়নি কোনো দিন। আমাদের সম্পর্কটা হঠাৎ করেই তৈরি হয়।”
সুইৎজারল্যান্ডে প্রথম দেখা অভিষেক-ঐশ্বর্যের। ববি দেওলের সঙ্গে শ্যুটিং করছিলেন নায়িকা। তখনই অন্য একটি ছবির জন্য সেখানে যান অভিষেক। সেই থেকে শুরু বন্ধুত্বের। প্রথম দেখাতেই নায়িকাকে ভালো লাগে জুনিয়র বচ্চনের। তবে ঐশ্বর্যের ক্ষেত্রে তা ঘটেনি। বেশ অনেক বছর পর ‘ধুম-২’–এর শ্যুটিং চলাকালীন বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে।