গ্যাসের দাম বাড়লো কেজিতে ১ টাকা

০৩ জুলাই ২০২২

দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়নো হয়েছে। জুনের ‍তুলনায় প্রতিকেজি এলপিজির দাম ১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৫২ পয়সা। একইভাবে অটোগ্যাসের দাম লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। নতুন দাম রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। রোববার (৩ জুলাই) অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বিইআরসি।

এদিকে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দাম বাড়ানোর পেছনের কারণ তুলে ধরতে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের বিনিময়মূল্যের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে দাম বাড়নো হয়েছে। তাছাড়া রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম দাম বাড়ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর