রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত সার্কুলার রোড নির্মাণ করতে হবে। শুধু তাই নয়, রাজধানীর ভেতরের পাইকারি দরের কাঁচা বাজারগুলো রাজধানীর প্রান্ত এলাকা কাঁচপুর, আমিন বাজার, কেরানীগঞ্জসহ অন্যত্র সরিয়ে নিতে হবে। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন ও দিকনির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব পদ্মা সেতু হওয়ায় রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। এ চাপ কমাতে রাজধানীর বাইরে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে। সার্কুলার রোড হলে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে হবে না।
এমকে