দেশের কোনো সড়ক ও মহাসড়কের ওপরে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না। তাছাড়া ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না। রোববার (৩ জুলাই) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা বন্ধে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে। এ বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।
বৃষ্টি, সড়কে ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণকে এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। বলেন, এ সংকট থেকে উত্তরণে সব অংশীজনের মাঝে সমন্বয় করতে হবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।
এমকে