মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে মোহাম্মদ আলী (৫৫) নামের এক জেলের অর্ধগলিত লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে মেঘনা নদীর এছহাক মোড় পয়েন্ট থেকে এ লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী চাঁদপুর জেলার হাইমচর থানা উত্তর বগুলা গ্রামের মো. হোসেনের ছেলে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান বলেন, নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
কামরুজ্জামান শাহীন/এমকে