শিক্ষক উৎপলকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

০৩ জুলাই ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রোববার (৩ জুলাই) বেলা ১২টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন হয়।

সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উদীচি শিল্পীগোষ্ঠীর গোলাম কিবরিয়া, আ. লীগ নেতা বিপেন চন্দ্র রায়, নূরুননাহার নূরীসহ সংগঠনটির স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, ‘শিক্ষক উৎপল কুমার হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে।’ শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান তারা।

 

মো. সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর