প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি একটি সন্ত্রাসনির্ভর ও ষড়যন্ত্রমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এক নিষ্ঠুর স্বৈরশাসকের বন্দুকের নলের মুখে জনগণকে জিম্মি করে বিএনপির সৃষ্টি হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডই এখন তাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার।
আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার (৩ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন। বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আরো বলেন, ‘দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাসনির্ভরতা রয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। তাদের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ শে আগস্ট নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়। দেশে আগুন সন্ত্রাস আর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার অপসংস্কৃতিও তাদের আমলে হয়েছিল। এসব সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে বলেও জানান ওবায়দুল কাদের। বিবৃতিতে বিএনপির ত্রাণ বিতরণ নিয়েও সমালোচনা করেন তিনি।
এমকে