ইউক্রেন ছেড়েছে ৩০ লাখ মানুষ

১৭ মার্চ ২০২২

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় এ কথা জানায়। সংস্থার মতে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ৩০ লাখ ৩৮১ শরণার্থী ইউক্রেন ছেড়েছে।

 

পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭১১ শরণার্থী। রোমানিয়ায় আশ্রয় নিয়েছে চার লাখ ৫৯ হাজার ৪৮৫, মালদোভায় তিন লাখ ৩৭ হাজার ৩১৫ এবং হাঙ্গেরিতে দুই লাখ ৬৭ হাজার ৫৭০ জন।

 

এদিকে ইউক্রেনে রাশিয়ান হামলার ২০তম দিনে রাজধানী কিয়েভের অধিবাসীরা ৩৫ ঘণ্টার কারফিউতে ছিলেন, যদিও এর মধ্যে ট্রেনে কিয়েভ গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা।

 

ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিলো পোল্যান্ড।

 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেছিলেন নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে। মঙ্গলবার বিকেলে কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী।

 

পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


মন্তব্য
জেলার খবর