করোনার থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও সদ্য বিদায়ী অর্থবছরে (২০২১-২০২২) রফতানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, এর আগের অর্থবছরের (২০২০-২০২১) তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি ডলারের পণ্য রফতানি হয়েছে, বিদায়ী অর্থবছরে এ আয় দাঁড়িয়েছে ৫২.০৮ বিলিয়ন ডলার। রোববার (৩ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবির হিসাবে, বিদায়ী অর্থবছরের ১২ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি বেশি হয়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ, রফতানি হয়েছে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের পণ্য। লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। এর আগের (২০২০-২১) অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল। বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি রফতানি হয়েছে গার্মেন্টস পণ্য। এ খাতের আয় ৪২.৬১ বিলিয়ন ডলার, আয় বেড়েছে ৩৫.৪৭ শতাংশ। আগের অর্থবছরে আয় ছিল ৩১.৪৫ বিলিয়ন ডলার।
এদিকে বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোকে গুনতিতে না ধরলে বিশ্বের শীর্ষ ৫০ রফতানিকারক দেশের একটি এখন বাংলাদেশ। কেবল এশিয়ায় এ অবস্থান শীর্ষ ২০ -এর মধ্যে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরের অবস্থান এখন বাংলাদেশের।
এমকে