ডেনমার্কে শপিং মলে গুলি, নিহত ৩

০৪ জুলাই ২০২২

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

 

রোববার  বিকেলে কোপেনহেগেন বিমানবন্দরের মধ্যে অবস্থিত বৃহৎ ফিল্ডস শপিং মলে এ দুর্ঘটনা ঘটে। ডেনিশ পুলিশ জানিয়েছে, তারা ২২ বছর বয়সী ডেন নামে একজন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

 

কোপেনহেগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন বলেছেন, “এ ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।"

 

নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। তবে এখনও ঠিক মোট কত জন আহত কিংবা নিহত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সব ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।


মন্তব্য
জেলার খবর