মিশরে হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু

০৪ জুলাই ২০২২

মিশরের উপকূলে হাঙরের আক্রমণে দুই নারী মারা গেছেন। ওই দুই নারী লোহিত সাগরের তীরে হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের মুখে পড়েন বলে জানিয়েছে মিশরের পরিবেশ মন্ত্রণালয়। আক্রান্ত দুইজনই মারা গেছেন বলে জানায় সংস্থাটি।

 

রোববার (৩ জুলাই) মিশরের পরিবেশ মন্ত্রণালয় এবং পর্যটকদের নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরে একজন অস্ট্রিয়ান নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে। তবে বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করেননি।

 

অন্যদিকে, মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের একজন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

হাঙ্গরের আক্রমণে ফলে দুই জনের মৃত্যুর পর ওই এলাকার সমস্ত সৈকত তিন দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন লোহিত সাগরের গভর্নর আমর হানাফি।

 

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘আক্রমণের বৈজ্ঞানিক কারণ এবং পরিস্থিতি শনাক্ত করতে এবং ঘটনার ফলে হাঙ্গরের আচরণের কারণগুলো নির্ধারণ করতে কাজ করছে একটি টাস্ক ফোর্স। সূত্র: এনডিটিভি


মন্তব্য
জেলার খবর