ঢাকাই চলচ্চিত্রের দাপিয়ে বেড়ানো নায়িকা মৌসুমী। অভিনয় নৈপূন্যতা দিয়ে আজো টিকে আছেন দর্শকদের মনে। তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। জায়েদ খান ইস্যুতে ওমর সানী বারবার মুখ খুললেও মৌসুমী একটি অডিও বার্তা প্রকাশ ছাড়া একটা কথাও বলেননি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেতে। সেসব পোস্ট তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি তিনি আরেকটি পোস্ট করেছেন। সেখানে মৌসুমী দাবি করেছেন তার কোনো ফেসবুক আইডি নেই। তাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী। মৌসুমী লিখেছেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা ফেক সব আইডি থেকে কী উদ্ভট পোস্ট করছেন, আর তাই দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন।
ওসব আইডি বর্জন করার অনুরোধ করে মৌসুমী লেখেন, এসব ঠিক না। আমি কোথাও কিছু পোস্ট করিনি। তাই আপনারা ওইসব আইডি বর্জন করুন। প্লিজ, আমি কৃতজ্ঞ থাকবো। ফেসবুকে মৌসুমীর ছবি ও নাম দিয়ে অসংখ্য আইডি ও পেজ রয়েছে।