ভারতে বাস খাদে, স্কুলছাত্রসহ নিহত অন্তত ১৬

০৪ জুলাই ২০২২

ভারতের হিমাচল প্রদেশের কুলুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাস। এতে অন্তত ১৬ জিন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি হিমাচল প্রদেশের কুলুর নেওলি-শানসের রোড দিয়ে বাসটি যাচ্ছিল। সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় আসলে দুর্ঘটনার শিকার হয়। বাসটি বাঁক নেয়ার সময় খাদে পড়ে যায়। এতে বাসটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

 

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। নিহতদের লাশগুলো ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।

 

নিহতদের পরিবার প্রতি ২ লাখ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।


মন্তব্য
জেলার খবর