ভারতের সেরা সুন্দরী সিনি

০৪ জুলাই ২০২২

ভারতের সেরা সুন্দরীরর মুকুট মাথায় তুলেছেন সিনি শেঠি। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ছিলেন ৩২ জন। তার মধ্যে সেরা হয়েছেন ২১ বছর বয়সী এ তরুণী। রোববার রাতে তার মাথার সেরা সুন্দরীর মুকুট তার মাথায তুলে দেওয়া হয়। এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নেবেন কর্ণাটকের মেয়ে সিনি শেঠি।

 

এ বছর প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত, দ্বিতীয় রানারআপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।  

 

সিনি শেঠি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক পাস করেছেন। চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট-এর পেশাদার কোর্স করছেন সিনি।  জন্মগ্রহণ করেন মুম্বাইতে। বর্তেমানে বসবাস করছেন কর্ণাটকে।

 

শিশুকাল থেকেই নাচে সিদ্ধহস্ত ছিলেন সিনি। মাত্র ৪ বছর বয়সেই নাচ শেখা শুরু করেন। ১৪ বছর বয়সের মধ্যে আরঙ্গেট্রাম ও ভারতনাট্যম আয়ত্ব করে ফেলেছেন তিনি। এ নাচই তার ভাগ্য বদলে দিয়েছে। অসাধারণ নৈপূণ্যে এ নাচ প্রদর্শন করে বিচারকদের বেশি আকৃষ্ট করতে সক্ষম হন।

 

এ বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজ।


মন্তব্য
জেলার খবর