গত ২৪ ঘণ্টায় দেশে ১২ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮২ জন। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন আর মারা যায় ২ জন করোনা রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন, বাকিরা নারী। বিভাগ অনুযায়ী, ঢাকায় ৯ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫১। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের। ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।
এমকে