মন্তব্য
আগের দু’দিনের মতো তৃতীয় দিনেও ( বৃহস্পতিবার) কোনো করোনা রোগী মারা যায়নি দেশে। ততৃীয় দিনে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৬১ জন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় এক দশমিক ৬৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৪ হাজার ১৫২টি, পরীক্ষা ১৩ হাজার ৭৯১টি।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন,সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। শনাক্তের হার ১৪ দশমিক ২৪।
এমকে