ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর। আজ ৫ জুলাই তার জন্মদিন। ৭৮-এ পা দিলেন এ শক্তিমান অভিনেতা। স্বামীর জন্মদিনের দারুণ উল্লসিত স্ত্রী অভিনেত্রী দোলন।
স্বামীর জন্মদিন থাকলেও শ্যুটিং থেকে ছুটি পাননি দোলন। ছুটি অবশ্য নিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে ডাক পড়ে শ্যুটিং সেটে। ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’র দুটো দৃশ্য শ্যুট করে দিয়ে আসতেই হবে! অগত্যা শ্যুটিং স্পটের উদ্দেশ্যে রওনা দিতে হয় তার। ফলে জন্মদিনের সকাল একসঙ্গে কাটানোর পরিকল্পনা মাঠে মারা গেল। দোলনের দাবি, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল সকাল উঠে রান্না করেছেন। খাবারের মেনু— লুচি আর পায়েস। দুপুরে ভাতের সাথে ‘টিটোদা’র জন্য থাকবে পাঁচ রকম ভাজা, ডাল, তরকারি আর সর্ষে দিয়ে ইলিশ মাছ। রাতের খাবার রেস্তরাঁয়?
দোলন বলেন, ‘‘বিকেলে আমরা বেদান্ত মঠে যাব। আপনাদের দাদা শ্রীরামকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত। সেখান থেকে অনাথ আশ্রমের শিশুদের বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছে রয়েছে।’’
স্বামীর জন্মদিনে উপহার হিসেবে দুই সন্ন্যাসীর জীবনচরিত, দামি কলম, শ্যুটে চা-কফি খাওয়ার মগ, পানি ঠান্ডা রাখার বোতল—এসবই দিয়েছেন দোলন।