যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরর গোলাগুলির ঘটনা যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ৪ জুলাই আমেরিকার শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন ৩৬ জন। এ ঘটনায় ২২ বছর বয়সী তৃতীয় রবার্ট ই ক্রিমোকে আটক করেছে শিকাগো পুলিশ। তার বাড়ি হাইল্যান্ড পার্ক এলাকা।
শিকাগোর পুলিশ জানিয়েছে, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন ওই যুবক। শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়।
রবার্টকে ধরার যে ভিডিও প্রকাশিত হয়েছে তা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের গাড়ি ঘিরে রেখেছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। বন্দুক উঁচিয়ে পুলিশ কর্মীরা তাকে আত্মসমর্পণ করতে বলছেন। এক পুলিশকে বলতে শোনা যায়, ‘‘হাঁটুতে ভর দিয়ে শুয়ে পড়ুন। আত্মসমর্পণ করুন।’’ অন্যদিকে, ক্রিমোকে দেখা যায় একটি হোন্ডা গাড়িতে স্টিয়ারিং হাতে বসে আছেন। এরপরও তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২২ বছরের ওই যুবক একজন ইউটিউবার। বিভিন্ন নামে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে তার। তার চ্যানেলের একটি ভিডিওতে দেখা যায়, তিনি তার যে সঙ্গীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তাদের কয়েক জন স্কুলে বন্দুক নিয়ে হামলার কথা বলছেন! কী কারণে এবং কেন এ হামলা, ওই যুবকের সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে শিকাগো পুলিশ।