মন্তব্য
ক্যারিবিয়দের বিপক্ষে ডোমিনিকায় ৩ টিয়োন্টি ম্যাচ খেলতে গায়ানায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম। গায়ানায় দুদিনের অনুশীলন করবে টিম বাংলাদেশ। ৭ জুলাই মাঠে গড়াবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় ফেরিতে গিয়েছিলেন টাইগাররা। প্রায় পাঁচঘণ্টা সাগরপাড়ি দিতে বেধেছিল লঙ্কাকাণ্ড। সেই জার্নির ভয়াবহ অভিজ্ঞতায় এবার ডোমেস্টিক ফ্লাইটে পাঠানো হয় তাদের। তবে এবার দেড় ঘণ্টার প্লেনযাত্রা ছিল স্বস্তির।