মৃত্যু ৭, শনাক্ত ১ হাজার ৯৯৮

০৫ জুলাই ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৫ জন আর মারা যায় ১২ জন করোনা রোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে ৭ জনই পুরুষ। বিভাগ অনুযায়ী ঢাকার ৫ জন, রাজশাহীর একজন এবং ময়মনসিংহের একজন আছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭৪। নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৮৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৯৩২টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের। ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর