বিএনপির আন্দোলনের ডাককে আষাঢ়ে গর্জনের মতো অভিহিত করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলনের ডাক নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, কীসের আন্দোলন? শুনেছিলাম বহুবার। ডাক দিয়েছিল ঈদের পর, পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর। আন্দোলন হবে কোন বছর?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দেশের যে কোনও দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যায় তাদের নেতাকর্মীরা। ওবায়দুল কাদেরের বক্তব্যে করোনা প্রসঙ্গও উঠে আসে। বলেন, এখন করোনা বাড়ছে। ঈদের পর আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।