আমদানি হবে আড়াই লাখ টন চাল

০৫ জুলাই ২০২২

দেশের বাজারে চালের দামের ঊর্ধ্বগতি রোধে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করা হবে। বেসরকারি পর্যায়ে ১২৫টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙাদানা থাকতে পারবে। এসব প্রতিষ্ঠানের নামে আমদানির অনুমতি-সংক্রান্ত সম্মতিপত্র ইস্যুর জন্য সোমবার (৪ জুলাই)  বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন চালের মধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল ২ লাখ চার হাজার টন এবং আতপ চাল ৪২ হাজার টন থাকছে।  এসব আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে পুরো চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানির চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

আমদানির চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না, প্লাস্টিকের ও আমদানি করা বস্তায় বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হবে। এর আগে গত ৩০ জুন বেসরকারি ৯৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানি অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর