ভোটের, ভাতের ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

০৫ জুলাই ২০২২

দেশের প্রত্যেক মানুষের ভোটের, ভাতের ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সেটাই আমরা করে যাচ্ছি। মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দেশের উন্নয়ন পরিকল্পনা একেবারে তৃণমূলের মানুষের জন্য করা বলেও এ সময় জানান শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। দেশে বিভিন্ন ধর্মালম্বী মানুষের বসবাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার চায়  দেশ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে। সব ধর্মের স্বাধীনতা বাংলাদেশে থাকবে, যেটা আমাদের পবিত্র কোরআন শরিফে বলা আছে।  

নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবেন- আপনারা জনগণের প্রতিনিধি। জনগণ ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে, যারা ভোট দেয়নি তাদেরও প্রতিনিধি। আপনাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি এলাকায় যাতে উন্নয়ন হয়, প্রতিটি মানুষের অধিকার যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করা। প্রত্যেক মানুষের যাতে আর্থ-সামাজিক উন্নয়ন হয়, প্রতিটি এলাকায় যাতে সমান উন্নয়ন সেট নিশ্চিত করা। উন্নয়ন পরিকল্পনা নেওয়ার সময় কমিশন পাওয়া নিয়ে ভাববেন না। মানুষ কতটুকু উপকৃত হবে, রাষ্ট্র কতটুকু লাভবান হবে, সেটা মাথায় রাখবেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর