যুবকের সাথে শাকিরার প্রেমের গুঞ্জন

০৬ জুলাই ২০২২

 

ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদের ঘটনাকে পেছনে ফেলে নতুন সম্পর্কে জড়িয়েছেন পপ গায়িকা শাকিরা। সঙ্গীহীন শাকিরার পাশে এক সুদর্শন যুবকের দেখা মিলল। ওই যুবকের সঙ্গে শাকিরা ফ্রেমবন্দী হয়েছেন স্পেনের কোস্টাল এরিয়ায়। এ সময় সঙ্গে তার পুত্রও ছিল। তবে এইকণ্ঠশিল্পীর সঙ্গে ওই তরুণের সম্পর্কটা আসলে কী সে বিষয়ে কিছু জানা যায়নি। শুধু জানা গেছে, যুবকটি একজন সার্ফার।

 

পপসম্রাজ্ঞীকে তিনি সার্ফিং শেখাচ্ছেন। পিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন শাকিরা। তার প্রভাব পড়েছিল গানেও। সেসময় ‘তে ফেলিসিতো’ নামে শাকিরার নতুন একটি গান প্রকাশ পেয়েছিল। সে গানের পরতে পরতে প্রতারক প্রেমিকের প্রতি ক্ষোভ ঢেলেছিলেন তিনি।

 

বোঝাই যাচ্ছিল, হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। এবার সেই ভাঙা হৃদয় মেরামতের দায়িত্ব কী এই সার্ফারকে দিচ্ছেন?


মন্তব্য
জেলার খবর