অভিজ্ঞতায় ঘুরে দাঁড়ালেন নোভাক

০৬ জুলাই ২০২২

নোভাক জোকোভিচকে প্রায় হারিয়ে দিয়েছিলেন ২০ বছর বয়সী ইয়ানিক সিনা। দুই সেট জিতে নোভাককে রীতিমতো চাপে ফেলে দেয় ইতিলিয়ান এ খেলোয়াড়। অবশ্য অভিজ্ঞতার জোরে পাঁচ সেটের লড়াইয়ে শেষ হাসি হাসেন জোকোভিচই। উইম্বলডনে টানা ২৬টা ম্যাচ জিতে ফেলল জোকোভিচ। এ নিয়ে এ মাঠে ১১ বার সেমিফাইনালে উঠলেন তিনি। অপর কোয়ার্টার ফাইনালেও পাঁচ সেট লড়াই চলল। শেষে বেলজিয়ামের দাভিদ গঁফাকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ব্রিটেনের ক্যামেরন নরি।

 

প্রথম দুটো সেটে জোকোভিচ কিছুটা রক্ষণাত্মক খেলছিলেন। সেই সুযোগে আগ্রাসী টেনিস শুরু করেন তার চেয়ে প্রায় ১৫ বছরের জুনিয়র সিনার। নিখুঁত খেলছিল ছেলেটা এ সময়। ওর সার্ভিস, ফোরহ্যান্ডের হদিশ পাচ্ছিল না ছ’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। কিছুই ঠিকঠাক হচ্ছিল না। তার সঙ্গে সিনার দারুণভাবে ব্যবহার করছিল ড্রপ শট। এ ম্যাচের আগে সিনার এক বারই মুখোমুখি হয়েছিল জোকোভিচের। গত বছর মন্টে কার্লো মাস্টার্সে। সেখানে সহজেই জোকোভিচ স্ট্রেট সেটে সিনারকে হারিয়েছিল। কিন্তু এখানে ছবিটা অন্যরকম হয়ে যায়। সিনারের প্রথম দু’সেটে ওকে দেখে মনে হচ্ছিল আত্মবিশ্বাসে ফুটছে।

 

চাপে পড়লেও জোকোভিচ কিন্তু তাড়হুড়ো করেনি। শান্ত ছিলেন। কারণ এর আগে ছ’বার একই রকম পরিস্থিতি থেকে উঠে দাঁড়িয়েছেন। গত বছর ফরাসি ওপেনের ফাইনালেও স্টেফানোস চিচিপাসের বিরুদ্ধে ও জিতেছিল দু’সেটে পিছিয়েযাওয়ার পরে।

 

তাই খোঁচা খাওয়া বাঘের মতো জোকোভিচ পাল্টা জবাব দেন তৃতীয় সেটে। কৌশল বদলে আরও বেশি আগ্রাসী খেলতে শুরু করেন।

 


মন্তব্য
জেলার খবর