ওপর বাংলার জনপ্রিয় নায়িকা সুদীপ্তা। ছোট পর্দার বিভিন্ন সিরিায়ালে অভিনয় করেন তিনি। বর্তমানে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত। ৫ জুলাই জন্মদিন ছিল এ নায়িকার। জন্মদিনের এ অনুষ্টানে বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
সুদীপ্তা বলেন, “সারা বছরই ব্যস্ততা থাকে। জন্মদিনে বাড়ির বাইরে কাটাতে খুব পছন্দ করি না। তবে এ বছরটা একটু আলাদা ভাবেই কেটেছে। শহর থেকে কিছুটা দূরে একটা রিসর্টেই জন্মদিন পালন করেছি। ভালবাসার মানুষেরা সঙ্গে থাকলে সবকিছুই বিশেষ মনে হয়।”
নিজের বিয়ের বিষয়ে সুদীপ্তা বলেন, “আগামী বছরেই বিয়েটা করে নেব। একদম মনস্থির করে ফেলেছি দু’জনে। গত বছরই করব ভেবেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে হয়নি। তবে আগামী বছরই সুখবব পেয়ে যাবে সবাই। খুব তাড়াতাড়ি তারিখ ঠিক করে ফেলব।”
সৌম্য ও বন্ধুবান্ধবদের নিয়ে রিসোর্টেই জমজমাট ভাবে জন্মদিন উদযাপন করেছেন। তাকে উপহারে ভরিয়ে দিয়েছেন কাছের মানুষেরা। সঙ্গে ছিল অভিনেত্রীর প্রিয় চাইনিজ খাবার। দু’দিন রিসর্টে কাটিয়ে আবারও ধারাবাহিকের শ্যুটিং শুরু করবেন সুদীপ্তা।